Headlines
Loading...
এনআরসি এবং সিএএ নিয়ে বর্ধমানে হতে চলেছে সারা বাংলা  নাগরিক কমিটির জেলা সম্মেলন

এনআরসি এবং সিএএ নিয়ে বর্ধমানে হতে চলেছে সারা বাংলা নাগরিক কমিটির জেলা সম্মেলন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এন আর সি এবং সিএএ নিয়ে এবার সারা বাংলা  নাগরিক কমিটি একেবারে বুথ স্তর পর্যন্ত আন্দোলনে নামতে চলেছে। শুক্রবার বর্ধমান টাউন হলে এব্যাপারে নাগরিক কনভেনশনের আয়োজনও করা হয়েছে৷ বৃহস্পতিবার এব্যাপারে এক সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সমাজের বিশিষ্ট মানুষেরাও। 

কমিটির পক্ষে অরবিন্দ সাহা এবং আইনজীবী সৈয়দ মুজতবা আলি জানিয়েছেন, গোটা দেশ এখন এই এন আর সি এবং সিএএ নিয়ে রীতিমত বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তাই এই বিভ্রান্তি কাটাতে তাঁরা একেবারে গ্রাম গ্রামাঞ্চলে নাগরিক সচেতনতা গড়ার উদ্যোগ নিয়েছেন। শুক্রবার বর্ধমান টাউন হলে আয়োজিত সভায় হাজির থাকবেন মানবাধিকার আন্দোলনের নেতা সুজাত ভদ্র, সারা বাংলা এন আর সি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস, বিশিষ্ট বুদ্ধিজীবী শঙ্করী প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});