ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী ৪ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী বর্ধমানে শুরু হতে চলেছে শিশুমেলা। আগামী শনিবার বর্ধমানের আলমগঞ্জ কল্পতরু মাঠে এই মেলার উদ্বোধন করবেন অভিনেতা সোহম চক্রবর্তী। হাজির থাকবেন রাজ্যের কয়েকজনমন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও।
মেলা কমিটির সম্পাদক খোকন দাস জানিয়েছেন, এবছর এই শিশু মেলায় থাকছে কোনো প্রবেশাধিকারের জন্য টিকিটের ব্যবস্থা। তিনি জানিয়েছেন, উদ্বোধনের দিন বর্ধমান শহরে শিশুদের নিয়ে একটি বিশেষ শোভাযাত্রাও করা হবে। শিশুমেলা উপলক্ষ্যে থাকছে বিভিন্ন দিনে বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি ফুলমেলাও।