রাম সেবক ব্যানার্জি,বাঁকুড়া: মেজিয়া শালতোড়া রাজ্য সড়কে চাঁদার জুলুম। সেই জুলুম ঠেকাতে এবার পুলিশের অভিযান। পুলিশের অভিযানে আটক পাঁচ অভিযুক্ত। মেজিয়া থানার অন্তর্গত মেজিয়া শালতোড়া রাজ্য সড়কের মোহনা মোড় এলাকায় দীর্ঘ কয়েকদিন যাবত চাঁদা তোলার অভিযোগ উঠছিলো। পিকনিকের গাড়ি সহ পণ্য পরিবহনকারী ভারি ও মাঝারি গাড়ি আটকে বেশ কিছু যুবক কয়েকদিন যাবত অবৈধ ভাবে পুলিশকে এড়িয়ে চাঁদা তোলার কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।
আর এরপরই গাড়ি চালকদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে মেজিয়া থানার পুলিশ। চাঁদা তোলার খবরের সত্যতা যাচাইয়ের পর সোমবার গভীর রাতে মোহনা মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের সেই অভিযানে চাঁদা তোলার অভিযোগে পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার হয়। তারা প্রত্যেকেই মোহনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চাঁদা তোলার ঘটনায় আরো কেও জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে মেজিয়া থানার পুলিশ। অভিযুক্তদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।