রামসেবক ব্যানার্জি,জামুড়িয়া: সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রকাশ কর্মকার(৩১) নামে এক পুলিশ কর্মীর। নিহত পুলিশ কর্মী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টারে হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি জামুড়িয়া থানার চিচুড়িয়াতে। জানা গেছে মঙ্গলবার সকালে রানীগঞ্জ থেকে কেন্দা আসার পথে একটি লরি তাঁর মোটর সাইকেলে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাটি ঘটে জামুড়িয়ার কেন্দা এলাকায়।