Headlines
Loading...
সরকারি দপ্তরে কাগজের অপচয় রোধে নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

সরকারি দপ্তরে কাগজের অপচয় রোধে নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সরকারি দপ্তরে কাগজের অহেতুক অপচয় রোধে এবার কড়া নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার জেলাশাসকের স্বাক্ষরিত সেই নির্দেশের কপি প্রশাসনিক সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে এক লাইনের বা দু-তিন লাইনের মধ্যে সীমাবদ্ধ ই-মেল আর কাগজে প্রিন্ট করে পাঠানো যাবে না। অবশ্য চূড়ান্ত জরুরি অবস্থার জন্য সেটা করা যেতে পারে। 

নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো ই-মেল অর্ধেক পাতার মধ্যে ছাপা সম্ভব হয়, সেক্ষেত্রে কখনোই সম্পূর্ণ পাতা ছাপার জন্য ব্যবহার করা যাবে না। পরিবর্তে অর্ধেক পাতাই ব্যবহার করতে হবে। এছাড়াও জেলাশাসকের সাক্ষর করা এই নির্দেশিকায় শেষ যে নির্দেশে জারি করা হয়েছে তা হল - এখন থেকে সমস্ত সরকারি অফিস তাদের অব্যাবহারিক কাগজ সপ্তাহ খানেক মজুত রাখতে পারবে। এরপর বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিয়মিত এই অব্যবহৃত কাগজ সংগ্রহ করে নিয়ে চলে যাবে। যার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না। এবং তারা সেই নষ্ট কাগজ থেকে পুনরায় কাগজের প্যাড ইত্যাদি তৈরি করে বিপণনের মাধ্যমে আরো স্বনির্ভর হবে। পাশাপাশি তাদের তৈরী কাগজের প্যাড তারা স্বল্প মূল্যে সরকারি অফিসগুলোতে সাপ্লাইও করবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});