Headlines
Loading...
মেমারীর সুলতানপুরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির,উত্তেজনা

মেমারীর সুলতানপুরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির,উত্তেজনা


সুব্রত চক্রবর্তী,মেমারি: বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভরত পন্ডিত (৪২)। মেমারির সুলতানপুর মোড় সংলগ্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় একটি গেঞ্জি কারখানায় মিস্ত্রির কাজ করতেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মেমারি তারকেশ্বর রোডের উপর সুলতানপুর মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে মশাগ্রামের দিক থেকে আসা ইট ভর্তি বেপরোয়া একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেমারি থানার পুলিশ ট্রাক্টর টিকে আটক করলেও চালক পলাতক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});