ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পিঁয়াজের ঝাঁঝ নিয়ে যখন আম জনতার চোখে জল, সরকার এগিয়ে এসেছে সুফল বাংলার স্টল থেকে পিঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়ে - তখনও আম পাবলিকের ক্ষোভ মিটছে না। ইতিমধ্যেই কেউ কেউ একদা বাজপেয়ী সরকারের আমলের প্রসঙ্গও টেনে আনছেন। তবে বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন পিঁয়াজের মূল্যবৃদ্ধি ঘটলেও তা কখনোই ১০০ টাকা অতিক্রম করেনি। পিঁয়াজের চলতি সময়ে এই মুল্যবৃদ্ধির ঘটনায় অনেকেই কালোবাজারীর অভিযোগও তুলেছেন।
কিন্তু এরই মাঝে পিঁয়াজের স্বাদ পেতে বাজারে হন্যে হয়ে ঘুরছেন ক্রেতারা। পিঁয়াজের বদলে পিঁয়াজের শাক কিনে বাড়ি ফিরছেন তাঁরা। আর সেই সুযোগে পিঁয়াজের শাকের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার বর্ধমান শহরের বিভিন্ন বাজারে পিঁয়াজের শাক বিকিয়েছে ৮০ টাকা প্রতি কেজিতে। যেখানে পিঁয়াজের দাম ১২০ থেকে ১৩০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে। ক্রেতারা জানিয়েছেন, আস্ত পিঁয়াজের বদলে পিঁয়াজের শাক বেঁটেই চলছে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা।
অন্যদিকে, পিঁয়াজ নিয়ে রবিবার বিকালে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখালো বর্ধমান জেলা যুব কংগ্রেস। জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার সহ এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য অভিজিত ভট্টাচার্য সহ জেলা কংগ্রেস নেতৃত্বরা।