Headlines
Loading...
বর্ধমানে শুরু হল ৪২তম জাতীয় সিনিয়র থ্রো বল প্রতিযোগিতা

বর্ধমানে শুরু হল ৪২তম জাতীয় সিনিয়র থ্রো বল প্রতিযোগিতা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুরু হল ৪২তম জাতীয় সিনিয়র থ্রোবল বল প্রতিযোগিতা৷ বর্ধমানের রথতলা মাঠে শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন  রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা৷ দেশের ৩৬টি রাজ্য থেকে ১০০০ পুরুষ মহিলা প্রতিযোগী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায় ৷ এই প্রতিযোগীতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।


এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাস, থ্রো বল সংস্থার সর্বভারতীয় সভাপতি কমল গোস্বামী, রাজ্য সংস্থার যুগ্ম সম্পাদক সুজিত ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জন। 

খোকন দাস জনিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধুলো কে আরও জনপ্রিয় করতে এবং যুব সমাজকে খেলামুখী করে তুলতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় আগত সমস্ত খেলোয়াড়দের যাতে থাকা খাওয়ার কোনো সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় কয়েকটি স্কুলে এবং কাঞ্চন নগরের কংকালেশ্বর কালিবাড়ির পাশে নবনীর বৃদ্ধাশ্রমে এই খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});