ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি মোটরবাইকে ধাক্কা চালকহীন লরীর। ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ২। আহত আরও কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বালিঘাট মোড় এবং নবাবহাট মোড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গলসীর দিক থেকে একটি ধানের বস্তা বোঝাই লরী প্রথমে বালিরঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। এরপর ফের নবাবহাট মোড়ে আরও এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে লরীটি। এরপর লরীর চালক চলন্ত লরী থেকেই ঝাঁপ মেরে সকলের সামনে দিয়ে পালিয়ে যায়। চালকহীন লরীটি এলোপাথাড়ি চলতে শুরু করায় গোটা এলাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। এই সময় উপস্থিত মানুষজন লরীটিকে থামানোর চেষ্টা করতে থাকেন। লরীর চাকায় ইঁট ফেলে কোনোরকমে লরীটিকে দাঁড় করানো হয়।
এদিকে, পরপর দুই মোটরবাইক আরোহীকে ধাক্কা মারার ঘটনায় দুই মোটরবাইক আরোহীরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম সেখ মহম্মদ নইম ওরফে সুরজ (২৫)। বাড়ি গলসীর তেঁতুলমুড়ি গ্রামে। অপরজনের নাম রবিউল মিদ্দ্যা ওরফে মিলন (৩২)। বাড়ি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলাপাড়া বলে পুলিশ সুত্রে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় পুলিশ ঘাতক লরীটিকে আটক করেছে। চালকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।