Headlines
Loading...
বর্ধমানে বাজেপ্রতাপপুর বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

বর্ধমানে বাজেপ্রতাপপুর বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাস্তা পার হওয়ার সময় একটি দশ চাকা দুধের ট্যাঙ্কারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকাল সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমানের বাজেপ্রতাপপুর বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ আব্দুল লতিফ ওরফে শেখ ভোদু(৫৬)। তাঁর বাড়ি দুবরাজ দীঘি, কেন্দুলি পুকুর এলাকায়। 

বর্ধমান পৌরসভার 4নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার মহ: আলী জানিয়েছেন, এদিন সকালে পেশায় ভ্যান চালক শেখ ভোদু চা আনতে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় বর্ধমান মুখী একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে তাঁকে। তখনই কাটোয়া মুখি একটি দুধের ট্যাঙ্কারের নীচে পড়ে গিয়ে পিষ্ট হয়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

মহ: আলী জানিয়েছেন, বাজেপ্রতাপপুর থেকে দেওয়ানদীঘি মোড় পর্যন্ত বর্ধমান-কাটোয়া রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। জনবহুল এই রাস্তায় প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন এই রাস্তা মেরামতের ব্যবস্থা করছে না। তিনি জানান, অবিলম্বে গুরুত্বপূর্ন এই রাস্তা মেরামতের ব্যবস্থা করা উচিত। এদিকে দুর্ঘটনার পরেই বিশাল যানজটের সৃষ্টি হয় বর্ধমান-কাটোয়া রোডে। বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এবং ভিড় সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});