Headlines
Loading...
২৭জুন রাইটার্স ঘেরাওয়ের ডাক দিল পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন

২৭জুন রাইটার্স ঘেরাওয়ের ডাক দিল পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কাজের বয়সসীমা ৬৫বছর করা সহ, সম্মানজনক বেতন ও অবসরকালীন সুবিধা প্রদান সহ কাজের পরিবেশ সৃষ্টি প্রভৃতি ১০ দফা দাবীকে সামনে রেখে আগামী ২৭ জুন রাইটার্স ঘেরাও-এর ডাক দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন। রবিবার বর্ধমান টাউন হলে পূর্ব বর্ধমান জেলার ৬টি পুর এলাকার পৌর স্বাস্থ্যকর্মীদের নিয়ে আয়োজিত কনভেনশনে এই ডাক দেওয়া হয়েছে। 

সংগঠনের রাজ্য সভানেত্রী সুচেতা কুণ্ডু জানিয়েছেন, বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও গোটা রাজ্যের প্রায় ১০ হাজার পৌর স্বাস্থ্যকর্মী মাত্র ৩ হাজার টাকায় এখনও কাজ করছেন। দীর্ঘদিন ধরে তাঁদের বেতন বৃদ্ধি, অবসরকালীন সুযোগ সুবিধা, অবসরের বয়স বৃদ্ধি সহ একাধিক দাবী নিয়ে রাজ্য সরকারের কাছে তাঁরা আপিল করলেও তা মানা হয়নি। কেবলই তাঁরা প্রতিশ্রুতিই পেয়েছেন। সুচেতা কুণ্ডু জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা জেলায় জেলায় কনভেনশন করছেন। আর তারপরেই আগামী ২৭ জুন কলকাতার সুবোধ মল্লিক স্কয়ারে জমায়েত এবং পরে রাইটার্স অভিযান করবেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবেই তাঁদের দাবী জানাবেন। কিন্তু পুলিশ বাড়াবাড়ি করলেও তাঁরা পিছিয়ে আসবেন না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});