ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চলতি মাসের ২৬ -৩০ রাজকোটে হতে চলা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বর্ধমান থেকে সুযোগ পেলো তিন জন ৷ অনুর্দ্ধ ১৪ বিভাগে শুভজিৎ গুপ্তা ও ঈশা চট্টপাধ্যায় এবং অনুর্দ্ধ ১০ বিভাগে সুমিত কুমার হিরা ৷ কলকাতার সুভাষ সরবরে হয়ে যাওয়া রাজ্য ট্রায়াল থেকে নির্বাচিত হয় এই ক্ষুদেরা ৷ শুভজিৎ গুপ্তা রাজ্য ট্রায়ালে ৫ টি ইভেন্টের পাঁচটিতেই প্রথম হয়ে রেকর্ড গড়ে ৷ ঈশা চট্টপাধ্যায় রাজ্য ট্রায়ালে তিনটি বিভাগে তিনটিতেই দ্বিতীয় হয় এবং সুমিত কুমার হিরা রাজ্য ট্রায়ালে একটি বিভাগে দ্বিতীয় হয়ে জাতীয় প্রতিযোগিতায় সুযোগ পায় ৷ এছাড়াও সিনিয়র রাজ্য সাঁতারে বর্ধমান থেকে থাকবে প্রত্যয় ভট্টাচার্য ও সৃঞ্জন পাল ৷ যদিও সিনিয়র রাজ্য সাঁতার প্রতিযোগিতার দিন এখনো ঠিক হয় নি ৷