ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাংলা তথা দেশের নাম উজ্বল করেছে ত্র্যাথলেট স্বপ্না বর্মন ৷ সেই ক্রীড়াবিদ স্বপ্না বর্মন কে বৃহস্পতিবার সান্মানিক ডি লিট প্রদান করলো বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে এই সন্মান স্বপ্নার হাতে তুলে দেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা উপাচার্য নিমাই চন্দ্র সাহা ৷ স্বপ্না ২০১৮ এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা পায় ৷ এছাড়াও ২০১৭ এশিয়ান ত্র্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে দেশের মুখ উজ্বল করে ৷ স্বাপ্নার পাশাপাশি ভলিবল খেলোয়াড় অনন্যা দাস ও হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড় সঞ্চয়িতা রায় কে সন্মান জানায় বিশ্ববিদ্যালয়।