Headlines
Loading...
অধীর পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ায় খুশীর হাওয়া বর্ধমান যুব কংগ্রেসে

অধীর পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ায় খুশীর হাওয়া বর্ধমান যুব কংগ্রেসে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পশ্চিমবঙ্গের বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী লোকসভায় জাতীয় কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কেউ এই পদে আসীন হলেন। স্বাভাবিকভাবেই অধীরবাবুর এই পদ লাভে এবং জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধির জন্মদিন উপলক্ষে বর্ধমান জেলার যুব কংগ্রেসের নেতা কর্মীরা বুধবার উল্লাস মোড়ে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করলেন। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে এদিনই কেক কেটে, বাজি পুড়িয়ে এই বিশেষ সম্মান পাওয়াকে উদযাপন করেন যুব কংগ্রেসের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন, এ আই সি সি সদস্য অভিজিৎ ভট্টাচার্য, জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার, যুবর সম্পাদক সঞ্জয় খান, কুমকুম ঘোষ, শ্যামল সরকার, অনিক সাহা, সুদীপ দাস প্রমুখ। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});