সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ কলকাতার স্কুলগুলিতে বড়দিনের ছুটি পড়তে আর বেশি দেরী নেই। আর এবছর শীতের ছুটিতে পিকনিক, চিড়িয়াখানার পাশাপাশি ক্ষুদেদের অন্যতম আকর্ষণ হতে চলেছে এসভিএফ প্রযোজিত ও রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি অ্যাডভেঞ্চার জোজো। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। শুক্রবার শহরের একটি নামি পোশাক বিপনিতে ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন ছোট জোজোর ভূমিকায় অভিনয় করা যশজিৎ বন্দোপাধ্যায় ও তার জঙ্গলের বন্ধুর চরিত্রে সামিউল আলম এবং পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। এদিন পদ্মনাভ জানান, তপন সিংহের সফেদ হাতির পর এই প্রথম বাংলা ছবিতে বন্যপ্রান সংরক্ষণ-এর বিষয়টি তুলে ধরা হয়ছে এক অন্য আঙ্গিকে। ক্ষুদে নায়ক কীভাবে তার জঙ্গল সাফারিতে গিয়ে মাহুতের ছেলে শিবুর সঙ্গে বন্যপ্রাণীদের বাঁচাতে সক্ষম হয়, তাই নিয়েই এই ছবি। রোমাঞ্চে ভরপুর এই ছবি নিয়ে বেশ উত্তেজিত এই ছবিতে অভিনয় করেছেন যশজীৎ।