সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ ইন্ডিয়ান ইলেক্ট্রিক্যাল অ্যাণ্ড ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিনদিন ব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হল। দ্য লার্জেস্ট এনার্জি কনক্লেভ এনার্জিং এম্পায়ার ইস্ট আয়োজিত এই সম্মেলনে বিদুৎ সংস্থা গুলি কে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অনুষ্ঠানের উদ্বোধনে এসে বলেন, রাজ্যের ৭৪টি শহরে ভূগর্ভস্থ এভি কেবল পদ্বতির মাধ্যমে বিদুৎ সরবরাহ করবে রাজ্য বিদুৎ দপ্তর। তিনি বলেন, ইতিমধ্যে বোলপুর ও নবদ্বীপে এই কাজ সম্পন্ন হয়ছে। তবে ২০২৭ সালের মধ্যে রাজ্যজুরে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়ছে। তিনি জানান, ২১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রাজ্যে বারোশটি স্কুলের ছাদে সৌর প্যানেল বসানোর কাজ সম্পন্ন হয়ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদুৎমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, আই ই ই এম-এর ডিরেক্টর জেনারেল সুনীল মিশ্র, প্রেসিডেন্ট হরিশ আগরওয়াল, পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি নির্মল সরফ প্রমুখ।