Headlines
Loading...
পৃথক ঘটনায় পুকর থেকে ২ মৃতদেহ উদ্ধার

পৃথক ঘটনায় পুকর থেকে ২ মৃতদেহ উদ্ধার



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ  শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এল এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম সঞ্জয় মহারাজ (৪৪)। বাড়ি বর্ধমানের শক্তিগড় থানার গাংপুর দীঘিরপাড় এলাকায়। পেশায় তিনি রেলের হকার ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার ভোরে গ্রামেরই একটি পুকুরে জেলেরা মাছ ধরতে গেলে তাঁদের জালে তাঁর মরদেহ উঠে আসে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের মামা বিনোদ রায় জানিয়েছেন,মৃতদেহের শরীরের চিহ্ন দেখে তাঁরা মনে করছেন খুন করে তাঁকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এব্যাপারে তাঁরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। কিন্তু তাঁকে খুন করা হল সে সম্পর্কে বিনোদবাবু কিছু বলতে পারেননি। 

অপরদিকে, খণ্ডঘোষ এর জরুল গ্রামে পুকুর থেকে শুক্রবার সকালে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর নাম সাবিত্রী মালিক (২৮)। মৃতের স্বামী পেশায় রাজমিস্ত্রী লালন মালিক জানিয়েছেন, গত ১১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন সাবিত্রী মালিক। শুক্রবার সকালে স্থানীয় পুকুর থেকে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
                                                                                                                              ছবি - ফাইল 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});