ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ লক্ষ্য সাইকেলে পশ্চিমবঙ্গের ৩৪১টি ব্লক পরিক্রমার। ইতিমধ্যেই রাজ্যের ২৩৪টি ব্লক পরিক্রমার পর শুক্রবার বিকালে কালনা মহকুমা আদালত চত্বরে পৌঁছল কলকাতা হেরম্বচন্দ্র কলেজের বি কমের ছাত্র তীর্থ কুমার রায়। তীর্থ জানিয়েছেন, ২০১৬ সালের ১৬ মার্চ সে জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন। তার লক্ষ্য - আগামী মার্চ মাসের মধ্যে বাকি ব্লকগুলিরও পরিক্রমা শেষ করা। এদিনই কালনার বিভিন্ন আধিকারিকের সাথে সাক্ষাৎ করার পর সন্ধ্যায় মেমারির দিকে রওনা হয়ে যায় তীর্থ।
জলপাইগুড়ির তীর্থ কুমার ঘোষ জানায়, খুব ছোটবেলায় তার বাবার মৃত্যু হয়। মা অফিসারদের বাড়িতে রান্না করে তার পড়াশুনা নবম শ্রেণী পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু হয়। তারপর থেকে সহৃদয় মানুষের বদান্যতায় হোস্টেলে থেকে পড়াশুনা করেছে সে। উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিয়েই ২০১৬ সালের ১৬ মার্চ জলপাইগুড়ি থেকে সে সাইকেলকে সম্বল করে বেরিয়ে পরে ব্লক পরিক্রমায়। সে যখন কাটোয়া পরিক্রমা করছে তখন তার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। শতকরা ৬১ শতাংশ নিয়ে পাশ করে কলকাতা হেরম্বচন্দ্র কলেজে ভর্তির সুযোগ পায়। সাইকেল নিয়ে পরিক্রমা করতে করতেই সে কলেজে ভর্তি হতে যায়। ভর্তি হওয়ার পর আবার পরিক্রমা শুরু হয়। ক্লাস করে ছুটির সময় ফিরে যেত সাইকেলের কাছে, আবার শুরু হতো সাইকেল পরিক্রমা। তীর্থ আরো জানায়, এই পরিক্রমা করে শুধু যে তার পড়াশুনার খরচ উঠছে, তাই নয়। বহু মানুষ, শিক্ষক, সরকারি অধিকারীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের কারনে সে অনেক কিছুই শিখছে। তার বিশ্বাস, এই পথই তাকে ভবিষ্যতের পথ দেখাবে।