ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস কনফেডারেশন এর ডাকে শুক্রবার গোটা দেশে ব্যাংক ধর্মঘটের জেরে বর্ধমানেও ব্যাংকগুলির তালাবন্ধ। বড় মাঝারি ছোট কোন ব্যাংকের শাখা এদিন খোলেনি। এই কর্মসূচিতে সামিল হয়েছে বিভিন্ন বেসরকারি, সমবায় ও গ্রামীণ ব্যাংকের কর্মীরাও। মূলত কয়েকটি ব্যাংকের সংযুক্তিকরণ ও পেশাগত নানা দাবিদাওয়া নিয়ে শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়। শুক্রবার স্টেট ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের সামনে পিকেটিং করেন ধর্মঘটীরা। আজ শনিবার ও রবিবার এমনিতেই ব্যাংক বন্ধ। এছাড়া ২৫ ডিসেম্বর পেরিয়ে আবার ২৬ শে ব্যাংকে ধর্মঘটের ডাক দিয়েছে অন্য একটি সংগঠন। এর ফলে গ্রাহকরা অসুবিধায় পড়তে পারেন।ব্যাহত হতে পারে এ টি এম পরিষেবাও।