ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ সমাজের বুকে নারীদের লড়াই করে উঠে আসার এবং নারীদের ভূমিকা ও তাদের লড়াইয়ের কথা নিয়ে এক আলোচনা শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল(dist 322B1)। সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা এলিট। জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে সম্প্রতি হয়ে যাওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের নারীরা, যারা নিজেদের জীবন যুদ্ধে জয়ী হয়ে এক নিদর্শন তৈরি করতে পেরেছেন। এছারাও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে লায়ন্স এর আন্তর্জাতিক সভাপতি লায়ন্স গুড্রুন ইংগাদটীর।
অনুষ্ঠানের পেনেলীশট হিসাবে সমাজের নানা স্তর থেকে সাফল্যের শিরোনামে উঠে আসা মহিলারা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পপতি অলকা বাঙ্গুর,অধ্যক্ষ সীমা সাপ্রু,ক্রীড়াবিদ দোলা ব্যানার্জী, আইপিএস অপরাজিতা রাই, মডেল মাধবীলতা মিত্র, রিনা দেওয়ান, গায়িকা দিতিপ্রিয়া প্রমুখ।
এদিন শেপরিনুর পুরস্কারও তুলে দেওয়া হয় তাদের হাতে। লায়ন্স এর পক্ষে উপস্থিত ছিলেন প্রেম লাহটি,এ পি সিং,সংগীতা জাতিয়া, দীপ্তি মোদী সহ আহ্বায়ক ডঃ সুজাতা আগারওয়াল প্রমুখ।