ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ শুভম দাস-এর নির্দেশনায় প্রযোজক এম দাস কিছু দিনের মধ্যেই তৈরি করতে চলেছেন এক ভিন্নধর্মী কাহিনীচিত্র ‘পোড়া বাঁশি’। এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন ‘পোড়া বাঁশি’-র কাহিনীকার তথা নির্দেশক শুভম দাস।
নির্দেশক শুভম দাস জানান , এই কাহিনীচিত্রে অন্যান্য অনেকের সাথে দর্শকরা দেখতে পাবেন রূপালী জগতের অন্যতম অভিনেতা মনোজ মিত্র, রমেন রায়চৌধুরী, বিশ্বজিত চক্রবর্তী ও অভিনেত্রী অনামিকা সাহা সহ অনেককেই। এই ছবি দর্শকদের মন জয় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।