Headlines
Loading...
অনাথ শিশুদের নিয়েই মেয়ের জন্মদিন পালন যশ পরিবারের

অনাথ শিশুদের নিয়েই মেয়ের জন্মদিন পালন যশ পরিবারের


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাড়িতে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু অনাথদের জন্য কিছু করার বাসনা ছিলই। তাই নিজের মেয়ের জন্মের পর মেয়ের জন্মদিনকেই অনাথ শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার কাজ শুরু করেছে বর্ধমান শহরের বোরহাটের বাসিন্দা যশ পরিবার। ২ বছরের মেয়ে অনংশা যশ ওরফে ঐশীর জন্মের পর বাবা অভিরুপ যশ এবং মা পায়েল যশ সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের মেয়ের জন্ম বাড়ির পরিবেশে নয়, পালন করবেন সেইসমস্ত শিশুদের মধ্যে যাদের জন্মদিন পালনের কেউ নেই। যদিও নিয়মরক্ষে এবং বাড়ির সদস্যদের আবেগে ঐশীর জন্মদিনে তার কল্যাণে পুজো দেওয়া থেকে পায়েস রান্না সবই করা হয়। কিন্তু সেটা নিয়মরক্ষেই। 

এই দিনটাকে অনাথ শিশুদের নিয়ে কাটাতে তাই গোটা যশ পরিবারই হাজির হন তাদের পাশে। গত বছর বর্ধমানের চেতনা হোমে ঐশীর প্রথম বছরের জন্মদিন পালিত হয়েছিল। সেখানে থাকা অনাথ ছেলেমেয়েদের নিয়ে ঐশীর প্রথম বছরের জন্মদিন পালন করেছিলেন তাঁরা। এবছর বর্ধমান শহরের ব্লাইন্ড একাডেমীর অনাথ আশ্রমে ঐশীর জন্মদিন পালন করলেন তাঁরা। সকাল থেকেই ছিল সকলের জন্য কেক, নানান ধরণের চকোলেট, চিপস। ছিল মনোরঞ্জনের জন্য ম্যাজিক শো। দুপুরের খাবারে ছিল ভাত,ভাজা, ডাল, পোস্ত, মুরগীর মাংস, চাটনি, পাপড়, মিষ্টি সবই। অভিরূপ যশ জানিয়েছেন,তাঁর ইচ্ছা রয়েছে ভবিষ্যতে অনাথ শিশুদের জন্য কিছু করার। প্রাথমিকভাবে তিনি তাঁর মেয়ের মধ্যে সকলকে নিয়ে চলার ভাবনাই জাগ্রত করতে চাইছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});