ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বড় ব্যবধানে কোচবিহার কে হারানোর পর সিএবি আন্ত:জেলা অনুর্দ্ধ ১৪ ক্রিকেটে নিজেদের গ্রুপের শক্তিশালী দল শিলিগুড়িকেও তাদের ঘরের মাঠে হারালো বর্ধমান ৷ প্রথমে ব্যাট করে বর্ধমান ৪৫ ওভারে ৬ উইকেটে করে ১৬৪ রান ৷ বর্ধমানের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সাহিল সাহা ৷ এছাড়াও সংলাপ পরীক্ষা ৩৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ৷ জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি ৪০ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায় ৷ বর্ধমানের হয়ে সাহিল সাহা ৩ টি এবং করণজয় কুমার ও অর্জুন সিং ২টি উইকেট নেন ৷ এই ম্যাচ জয়ের পর কোচ কাম ম্যানেজার সমরেন্দ্র দাসের বর্ধমান নিজেদের গ্রুপে শীর্ষে চলে গেলো ৷ দল ভাল খেলায় দলকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচিং সম্পাদক অশেষ বন্ধু মুখার্জী ৷ বর্ধমানের পরবর্তী খেলা এই মাসের ৩০ ও ৩১ মুর্শিদাবাদে।