Headlines
Loading...
অনুর্দ্ধ ১৪ ক্রিকেটে বড় জয় পেলো বর্ধমান

অনুর্দ্ধ ১৪ ক্রিকেটে বড় জয় পেলো বর্ধমান



ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়িঃ সিএবি আন্ত:জেলা অনুর্দ্ধ ১৪ ক্রিকেটে বড় জয় পেলো বর্ধমান ৷ শিলিগুড়ির মাটিতে ৭ উইকেটে হারালো কোচবিহারকে ৷ প্রথমে ব্যাট করে কোচবিহার ২৫ ওভারে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় ৷ বর্ধমানের হয়ে করনজয় কুমার ৫ওভারে ৫ রানে এক্কাই ৭ টি উইকেট নেয় ৷ এছাড়াও বর্ধমানের অর্জুন সিং ৪ ওভারে ৫ রানে ২টি উইকেট তুলে নেন ৷ জবাবে ব্যাট করতে নেমে কোচ কাম ম্যানেজার সমর চন্দ্র দাসের বর্ধমান ১৯ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬০ রান তুলে নেয় ৷ বড় ব্যবধানে জেতায় পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রিকেট সংস্থার ক্রিকেট কোচিং সম্পাদক অশেষ বন্ধু মুখার্জী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক পীরদাস মন্ডল প্রমুখ ৷ আগামিকাল শিলিগুড়ির মুখোমুখি হবে বর্ধমান। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});