ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ৩৩' তম জাতীয় সাব জুনিয়ার টেনিকোয়েট প্রতিযোগিতায় সেরার সেরা হলো তামিলনাডু ৷ বর্ধমান ইষ্ট ওয়েস্ট মডেল স্কুলে হয়ে যাওয়া এই চ্যাম্পিয়নশিপে মহিলা, পুরুষ দলগত বিভাগ ছাড়াও বয়েজ, গালর্স ব্যক্তিগত ও পুরুষ ডাবলস বিভাগে সেরার সেরা তামিলনাডু ৷ গালর্স ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন কর্ণাটক, মিক্সড ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন অন্ধ্রপ্রদেশ ৷
বিজয়ীদের পুরস্কার তুলে দেন রাজ্য টেনিকোয়েট সংস্থার সভাপতি ডাঃ এস কে দাস, সংস্থার রাজ্য সম্পাদক সূরজিত কর্মকার, জাতীয় সংস্থার সাধারন সম্পাদক এস লক্ষীকান্থম ৷ ছিলেন আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক দীয়া ব্যানার্জী সহ সংগঠনের জেলা সাধারন সম্পাদক প্রশান্ত মজুমদার ও অন্যরা ৷