ফোকাস বেঙ্গল ডেস্ক,হুগলীঃ পালাসি গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো হুগলীর সিসিএফ সি কেশোরাম ফুটবল একাডেমী ৷ ফাইনালে তারা টাইব্রেকারে হারালো মিরা নার্সিংহোম ফুটবল ক্লাবকে ৷ সদ্য গড়ে ওঠা কেশোরাম ফুটবল একাডেমীর টেকনিক্যাল ডাইরেক্টর প্রাক্তন তারকা ফুটবলার শ্যামথাপা ৷ এই একাডেমীর ফুটবলারদের হাতে গড়ছেন প্রাক্তন দুই ফুটবলার সঞ্জয় বিশ্বাস ও তুষার কান্তি মজুমদার ৷ এই ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক হয়েছেন এই একাডেমীর সূরজিত দাস ৷ ফাইনালে টাইব্রেকারে তিনটি শট অসাধারন সেভ করে সে ৷ এছারাও নজড় কাড়ে উঠতি ফুটবলার রনী ঘোষ। একাডেমীর এই সাফল্যে খুশি ক্লাবের অন্যতম কর্তা রবী থাপা ৷