ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলীঃ প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার পূর্বস্থলী থানার ইদ্রাকপুর গ্রাম থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বাপ্পা দাস। বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত উত্তর শ্রীরামপুর ঘোষপাড়ায়।
স্থানীও সূত্রে জানা গিয়েছে, কার্তিক পুজোর দিন থেকে নিখোঁজ ছিল ওই যুবক। বন্ধুদের সঙ্গে ইদ্রাকপুরে কার্তিক পুজো দেখতে গিয়ে সকলেই বাড়ি ফিরে এসেছিল কিন্তু বাপ্পা দাস আর বাড়ি ফিরে আসেনি। তারপর থেকে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও খোঁজ পায়নি বাপ্পা দাসের। এরপর পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাপ্পা দাস দীর্ঘদিন ধরেই ভিন রাজ্যে সোনা রুপোর দোকানে কাজ করত। ছুটিতে বাড়িতে এসেছিল। পরিবারের একমাত্র সন্তান বাপ্পা দাস বন্ধুদের সাথে কার্তিক পুজো দেখতে ইদ্রাকপুর গ্রামে গিয়েছিল। বন্ধুরা সেদিন বাড়ি ফিরে এলেও বাপ্পা দাস বাড়ি ফেরেনি। তাই সন্দেহ ছিল বন্ধুদের দিকেও। এদিকে বাপ্পা দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে।
পূর্বস্থলী থানা সুত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যু কিভাবে হয়েছে। খুনের কিনারা করতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।