Headlines
Loading...
দীর্ঘ ২৫ বছর পর ল্যাণ্ড এণ্ড ল্যাণ্ড রিফর্মস এমপ্লয়ীজ ইউনিয়নের রাজ্য সম্মেলন

দীর্ঘ ২৫ বছর পর ল্যাণ্ড এণ্ড ল্যাণ্ড রিফর্মস এমপ্লয়ীজ ইউনিয়নের রাজ্য সম্মেলন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বর্ধমানে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে ল্যাণ্ড এণ্ড ল্যাণ্ড রিফর্মস এমপ্লয়ীজ ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। রবিবার সাংবাদিক বৈঠকে সংগঠনের জেলা সম্পাদক তপন মণ্ডল জানিয়েছেন, এই সম্মেলনে হাজির থাকবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, আইনমন্ত্রী মলয় ঘটক, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১১০০ জন প্রতিনিধি হাজির থাকবেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বালি খাদান এবং অবৈধ বালি পাচার নিয়ে জেলায় জেলায় প্রশাসনিক সভা করতে গিয়ে হুঁশিয়ারী দিয়েছেন। এদিন এই প্রসঙ্গে তপনবাবু জানিয়েছেন, তাঁরা সরকারের সঙ্গে সহযোগিতা করছেন। তবে এখনও পর্যন্ত তাঁদের সংগঠনের কেউ এই অবৈধ কাজে যুক্ত বলে তাঁদের কাছে অভিযোগ জমা পড়েনি। তিনি জানিয়েছেন, এই রাজ্য সম্মেলনে সরকারী কর্মীদের ডি.এ., ভূমি সহায়কদের সমানুপাতে প্রমোশন প্রভৃতি দাবী নিয়েও আলোচনা হবার সম্ভাবনা রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});