ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ রবিবার কাটোয়া-বর্ধমান ও কাটোয়া-আমোদপুর রেলওয়ে যাত্রী কমিটির পক্ষ থেকে কাটোয়া-আমোদপুর লাইনের লাভপুর,কীর্নাহার, কাঁদরা ও পাচুন্দী স্টেশনের স্টেশন মাস্টার কে ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে কাটোয়া আমোদপুর লাইনে অফিস টাইম সহ ৬ জোড়া ট্রেন চালাতে হবে, প্রতিটা স্টেশনে টিকিট কাউন্টার চালু করতে হবে, সময় মতো ট্রেন চালাতে হবে এবং সঠিক যাত্রী পরিষেবা দিতে হবে - এই সমস্ত দাবী জানানো হয় যাত্রী কমিটির পক্ষ থেকে।
এদিন যাত্রী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মাননীয় অশোক কুমার সাহা, তারাদাস চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক কিশোর দফাদার, সানি আজাদ এবং সম্পাদক শ্যামল মজুমদার সহ অনেকে। যাত্রী কমিটির যুগ্ম সম্পাদক কিশোর দফাদার জানান, গত ১৪ জুলাই থেকে যে আন্দোলন তারা শুরু করেছেন সেই আন্দোলনের চাপে রেল কর্তৃপক্ষ কাটোয়া বর্ধমান লাইনে তিন জোড়া নতুন ট্রেন চালু করেছে। ৭ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার চালু হয়েছে। আগামী দিনে কাটোয়া আমোদপুর লাইনে আরও ট্রেন বাড়ানোই তাদের আন্দোলনের মুল লক্ষ্য। এছারাও আন্দোলনকে শক্তিশালী করা এবং আন্দোলনের স্বার্থে সমস্ত স্টেশনের প্রতিনিধিদের নিয়ে শক্তিশালী যাত্রী কমিটি গড়ে তোলার ব্যাপারেও তারা এগিয়ে চলেছেন। যাত্রী কমিটির আর একজন যুগ্ম সম্পাদক সানি আজাদ জানান, এই দাবিপত্র গুলো নিয়ে তারা আগামী ১৮ ডিসেম্বর হাওড়া ডিভিশন এর ডিআরএম সহ বিভাগীয় পদাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।