সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ মানব শরীরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে যে আস্তরণ তার নাম ত্বক। স্বাভাবিকভাবেই ত্বকের গুরুত্ব মানব শরীরে অপরিসীম। করমর্দনই হোক কিংবা আর্শীবাদ - স্পর্শ হয় ত্বকের মাধ্যমেই। আর এই কারণে ত্বকের বিভিন্ন অসুখ হলে তা যেমন বাইরে থেকে দৃশ্যমান, তেমনি ত্বকের রোগ নিয়ে নানান ভ্রান্ত ধারণাও সৃষ্টি হয়। আসলে একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরয়াসিস, শ্বেতী, সহ নানান ত্বকের সমস্যা বেশিরভাগ সময়ে ক্রনিক হয়ে দাঁড়ায়। স্কিন ডিজিজ নিয়ে বেশিরভাগ মানুষের মনে নানান ভূল ধারনা ভেঙ্গে দিতে শনিবার কলকাতার কলামন্দির প্রাঙ্গনে এক সচেতনতা সম্মেলন অনুষ্ঠিত হল। আইএসপিডি - এর উদ্যোগে সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট চিকিৎসক সন্দিপন ধর, ডাঃ রাজীব মালাকার ও রঘুবীর ব্যানার্জী।
ডাঃ মালাকার বলেন, শ্বেতী বা একজিমা ছোঁয়াচে রোগ নয় এবং কুষ্ঠর সঙ্গে শ্বেতীর কোন সম্পর্ক নেই। বিশেষ করে আজকের সময়ে শ্বেতী নিয়ে শিক্ষিত মানুষেরা এমন আচরণ করে যে চিকিৎসক হিসাবে নিজেদের লজ্জা করে। ডাঃ সন্দীপন ধর বলেন, এই রোগের সচেতনতায় চলতি বছরে দেশের বিভিন্ন শহরে সম্মেলন করা হয়ছে। তিনি বলেন একজিমা ও সোরিয়াসিস নামক ত্বকের সমস্যা নিয়ে অনেকে ভূগছেন, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রনে রাখা সম্ভব এই রোগ কে। অত্যাধিক স্টেরয়েড মলম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেন তিনি।