Headlines
Loading...
কালনায় চোলাই মদ সহ গ্রেপ্তার ১০

কালনায় চোলাই মদ সহ গ্রেপ্তার ১০


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ  কালনা মহকুমা আবগারি দপ্তর শনিবার রাত্রে বিভিন্ন ব্লকে হানা দিয়ে চোলাই মদ সহ সাত জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল বিকাশ রায়, সর্বেশ্বর সরেন, জিসান বাস্কে, সাধন মান্ডি, কার্তিক হাঁসদা, জয়দেব বারুই, বাবলু সরেন। এদের বাড়ি মন্তেশ্বর, কালনা এবং পূর্বস্থলী এই তিন থানার বিভিন্ন গ্রামে। অন্যদিকে মন্তেশ্বর থানার পুলিশ বেলেন্ডা, মধ্যমগ্রাম, মণ্ডলগ্রাম প্রভৃতি স্থানে রবিবার রাত্রে হানা দিয়ে ৭০ লিটার চোলাই মদ সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল সনৎ হাজরা, মুক্তি ডালুই এবং গোবিন্দ মন্ডল। ধৃত ১০ জনকেই রবিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। আবগারি দপ্তরের গ্রেপ্তার করা সাত জনেরই সহজেই জামিন হয়ে যায়। কিন্তু বিচারক মন্তেশ্বর পুলিশের গ্রেপ্তার করা তিনজনেরই জামিন নাকচ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দ্দেশ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});