Headlines
Loading...
প্রথম বর্ষে গোল্ডেন গ্যালাক্সি অ্যাওয়ার্ড

প্রথম বর্ষে গোল্ডেন গ্যালাক্সি অ্যাওয়ার্ড


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ একক চলচ্চিত্র নির্মাতাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অন্যতম মঞ্চ ভার্জিন স্প্রিং সিনেফেস্ট। বৃহস্পতিবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে স্বল্পদৈর্ঘ্যের ছবির সমাহারে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সূচনা হল। বিশ্বের ১৪২টি দেশের চলচ্চিত্র পরিচালকের নির্মিত ছবি পরিবেশনার জন্য প্রথমবার এই উৎসবের সূচনা। এদিন অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাপিয়া অধিকারী, শিল্পী ওয়াসিম কাপুর, উদ্যোক্তা শৈলিক ভৌমিক, মিউজিয়াম ডিরেক্টর রাজেশ পুরোহিত সহ অন্যানরা। মূলত এই চলচ্চিত্র উৎসবে ছবিগুলি মাসে প্রদর্শিত হবে। এই উৎসবের মূল ফোকাস নারী শক্তির ক্ষমতায়ন। উদ্যোক্তা শৈলিক বাবু জানান, এই চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য একক চলচ্চিত্র পরিচালকদের নিজস্ব পরিবেশনা প্রদর্শনের অন্যতম মঞ্চ হিসাবে এটিকে তুলে ধরা। প্রথম বছরেই সেরা চলচ্চিত্র পরিচালকদের জন্য থাকছে গোল্ডেন গ্যালাক্সি অ্যাওয়ার্ড।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});