Headlines
Loading...
চিনা সংস্কৃতির ছোঁয়ায় আসন্ন শীতে সেজে উঠেছে নিক্কোপার্ক

চিনা সংস্কৃতির ছোঁয়ায় আসন্ন শীতে সেজে উঠেছে নিক্কোপার্ক



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ গুটি গুটি পয়ে আসন্ন শীত। আর শীতের মরশুমে শহরের বিভিন্ন স্থানগুলিতে উপচে পড়ে ভিড়। এর মধ্যে শিশুদের কাছে বরাবরের আকর্ষণ নিক্কোপার্ক কে আরো আকর্ষনীয় করে তুলতে আন্তর্জাতিক ফ্যাস্টিভ্যাল অফ ম্যাজিক্যাল পান্ডা লাইটসে সুসজ্জিত করা হল। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত নিক্কোপার্কে উপলব্ধ থাকবে কিছু নতুন রাইড। এছারাও নিক্কোপার্কের জলাধার কে সাজিয়ে তোলা হয়েছে রঙীন আলোর সাজে। একঝলক দেখলে মনে হতেই পারে আলোর মালায় নিক্কোপার্ক। 

বৃহস্পতিবার নিক্কোপার্ক কতৃপক্ষের উদ্যোগে সুসজ্জিত এই নতুন রাইডের সূচনা করলেন বিদুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন চিনা কনসুলেট প্রতিনিধি ওয়াং ডং পিং ও ওয়াং লি ফিং এবং নিক্কোপার্কের কর্ণধার রাজীব কল। এদিন রাজীব বাবু জানান, এই নতুন রাইডটি শহরে শুধু নয়, দেশেও প্রথম। চিনা সংস্কৃতির ধাঁচে আন্তর্জাতিক ফ্যাস্টিভ্যাল অফ ম্যাজিক্যাল পান্ডা লাইটস আরো আকর্ষনীয় হয়ে উঠবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});