ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পূর্ব বর্ধমান জেলা জুড়েই অবৈধ বালি খাদান নিয়ে তৎপর হয়েছেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। সম্প্রতি জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে এব্যাপারে কড়াহাতে অবৈধ বালি পাচার বন্ধের বিষয়ে নির্দেশিকাও জারী করা হয়। কিন্তু তারপরেও চলতে থাকে চোরাগোপ্তা অবৈধ বালি পাচারের ঘটনা। আর এব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার খোদ জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র এবং শক্তিগড় থানার ওসি অরুণ কুমার সোম সহ বিরাট পুলিশ বাহিনী সদর ২ ব্লক পরিদর্শন করলেন। কোথাও কোনো অবৈধ বালির খাদ চলছে কিনা তা খতিয়ে দেখেন তাঁরা।