ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারিঃ মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কে? এই প্রশ্নকে ঘিরেই মেমারিতে কৌতূহল তুঙ্গে উঠল। নিজেকে মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দাবি করে ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে ব্যানার ফ্লেক্সে মেমারি শহর ছেয়ে ফেলেছেন দুজন। একজন সেখ ফারুক আব্দুল্লা, অন্যজন সৌরভ সাঁতরা। এক শিবিরের পাশেই বিপক্ষ শিবিরের ফ্লেক্স ব্যানার।
মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সেখ ফারুক আব্দুল্লা বলছেন, আমাকে দল পদ দিয়েছিল। সেই পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এমন তথ্য জানা নেই। অন্যদিকে সৌরভ সাঁতরা জানিয়েছেন, তাঁকে দল শহর যুব সভাপতির দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করছেন। আর কে কি করছে তা জানা নেই। তৃণমূল যুবর জেলা কার্যকরী সভাপতি শ্রীমন্ত রায় বলেন, সৌরভকেই দলের রাজ্য ও জেলা নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানানো হবে।