Headlines
Loading...
কার্ত্তিক পুজো দেখতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে হত্যা, ধৃত আরও দুজন

কার্ত্তিক পুজো দেখতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে হত্যা, ধৃত আরও দুজন



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলীঃ কার্ত্তিক পুজো দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে হত্যা করার অভিযোগে পুলিশ আরও দু'জনকে গ্রেপ্তার করলো। ধৃত বিশ্বজিৎ ঘোষ ও দেবাশীষ হালদারকে শনিবার কালনা মহকুমা আদালতে হাজির করে পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানায়। বিচারক পুলিশের আবেদন মনজুর করে ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুর গ্রামের ঘোষ পাড়ার বাসিন্দা বাপ্পা দাস (২৬) বন্ধুদের সাথে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নদিয়ার ইদ্রাকপুর গ্রামে কার্তিক পুজো দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। মৃতের মোবাইলের সূত্র ধরে গত ৬ই ডিসেম্বর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয় পূর্বস্থলীর ছাড়ি গঙ্গা থেকে। মৃতের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৬৩/৩৬৫/১২০-বি ধারায় একটি মামলা শুরু করে। গত ২০ নভেম্বর মৃতের পাড়ারই এক বন্ধু প্রতাপ প্রামানিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কালনা আদালতে হাজির করিয়ে ৮ দিনের পুলিশি হেফাজত নেয় নাদনঘাট থানা। গত ৬ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হলে আবার তাকে কালনা আদালতে তুলে আরো ৬ দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ যুবকের সন্ধান চালাতে গিয়ে পূর্বস্থলী থানার পুলিশ এলাকার ছাড়ি গঙ্গার পাড়ে মৃতের ব্যবহার করা মোবাইলটি উদ্ধার করে। সেই সূত্র ধরে গত ৬ ডিসেম্বর ছাড়িগঙ্গার জলে জমে থাকা শ্যাওলা সরিয়ে তল্লাশি চালানোর সময় নিখোঁজ বাপ্পা দাসের মৃতদেহ উদ্ধার হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});