ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল ৩৮তম বর্ধমান সদর উত্তর মহকুমার বার্ষিক বিদ্যালয় ক্রীড়া। ১৫ টি চক্রের প্রাথমিক, মাদ্রাসা, নিম্নবুনিয়াদী ও শিশু শিক্ষাকেন্দ্রের থেকে প্রায় ৩০০ জন স্কুল পড়ুয়া অংশ নিলো এই প্রতিযোগিতায় ৷ বিভিন্ন বিভাগে প্রতিযোগিজগিতা, হাই জাম্ফ, লংজাম্ফ, জিমন্যাসটিক সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশ নিলো ৷ এই স্কুল ক্রীড়ার আয়োজক আউসগ্রাম ১ ও ২ চক্র ৷ পয়েন্টের ভিত্তিতে প্রথম হল গলসী পশ্চিম চক্র, দ্বিতীয় বর্ধমান সদর পশ্চিম চক্র, তৃতীয় আউস গ্রাম ১ ও ২ নং চক্র ৷ হাজির ছিলেন আউসগ্রাম ১নং চক্রএর বিদ্যালয় পরিদর্শক অমিত কুমার মুখার্জী , আউসগ্রাম ২ নং চক্রের বিদ্যালয় পরিদর্শক সাম্যব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ সমগ্র ক্রীড়া প্রতিযোগিতাটি সুন্দর ভাবে পরিচালনা করেন বিদ্যালয় ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকা শিক্ষক সেখ কালাম, দেবাশিষ প্রামানিক, সৌমিত্র চট্টপাধ্যায়, পারীজাত সরকার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ৷ বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাটি শেষ হলো গুসকরা পিপি ইন্সটিটিউশনে ৷