ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সিএবি পরিচালিত আন্ত:জেলা সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটে রানার্স হল বর্ধমান ৷ সিউড়িতে হয়ে যাওয়া ফাইনালে বর্ধমান কে হারাল নদীয়া ৷ প্রথমে ব্যাট করে নদীয়া ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান করে ৷ জবাবে ব্যাট করতে নেমে বর্ধমান ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে আটকে যায় ৷ বর্ধমানের হয়ে ভূপিন্দর সিং ৩২ বলে ৭২ রান করেন ৷ পাঁচবারের মধ্যে বর্ধমান তিন বার চ্যাম্পিয়ন হলেও এবছর রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো ৷ রানার্স হওয়ায় জেলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক পীরদাস মন্ডল, জেলা ক্রিকেট কোচিং সম্পাদক ও সিএবি পর্যবেক্ষক অশেষ বন্ধু মুখার্জী ৷ খুশি জেলা ক্রীড়া সংস্থার অন্য সদস্যরাও।