ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সোনার বিনিময়ে অর্থ লগ্নি একটি সংস্থায় চুরির চেষ্টা করল দুষ্কৃতিরা। যদিও ওই সংস্থার বিপদসূচক ঘণ্টা বেজে যাওয়ায় যন্ত্রপাতি ফেলেই চম্পট দিল দুষ্কৃতিরা। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমান শহরের বিসি রোড এলাকায়। ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতিদের ফেলে যাওয়া গ্যাস কাটার সহ অন্যান্য যন্ত্রগুলি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গ্যাস কাটার দিয়ে ব্যাঙ্কের দরজা কেটে এবং ভল্ট কেটে সোনার গহনা লুঠ করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতিদের। কিন্তু ব্যাঙ্কের বিপদসূচক ঘণ্টা বেজে যাওয়ায় তারা ভয় পেয়ে পালিয়ে যায়।