সপ্তর্ষি সিংহ,কোলকাতাঃ ওড়িশা উপকূলে সমুদ্র সৈকতের তীরে আগামী বছর ১০-১৩ জানুয়ারি আয়োজিত হতে চলেছে গোল্ডেন বিচ ফেস্টিভ্যাল। শিল্পকলা, ভাস্কর্য, সংস্কৃতি, বিনোদন, খেলাধূলার ভরপুর আমেজে চারদিনের বিচ ফেস্টিভ্যালের আয়োজন করছে চাঁদিপুর বিচ ফেস্টিভ্যাল কমিটি। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কমিটির সেক্রেটারি এস এন দাস জানান, বিগত বছরের ন্যায় এই বছর ২১তম বিচ ফেস্টিভ্যালে বহু ওড়িশা শিল্পী নিজেদের শিল্পকলা প্রদর্শন করবে। তিনি বলেন এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্য গ্রামীণ পর্যটন ও সংস্কৃতি তুলে ধরা এবং হস্তশিল্প সহ বিভিন্ন শিল্পকলার প্রদর্শন। ভারত সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত চারদিনের এই জমজমাট উৎসবে ৬১টি স্টল থাকছে দক্ষিণ পূর্ব রেলের।