ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়িঃ নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠে এল একটি বড় কচ্ছপ। মালবাজার মহকুমার ঘীস নদীর ঘটনা। কিন্তু কচ্ছপ নিয়ে বাজারে বিক্রি করতে এসেই সমস্যায় পরে গেলেন সেই ব্যাক্তি। এলাকার পরিবেশ প্রেমি 'ন্যাসের' সদস্যরা এই খবর পেয়ে ওই কচ্ছপ বিক্রেতার কাছে পৌছে যান। পরিবেশ প্রেমির সদস্য রাজা আলী কচ্ছপ টিকে বিক্রেতার কাছ থেকে নিয়ে মালবাজার বন দপ্তরের হাতে তুলে দেন। এব্যাপারে ওই ব্যাক্তিকে জিজ্ঞাসা করা হয় এর আগে বাজারে কোন কচ্ছপ বিক্রি করেছে কিনা।
তবে মনিরুদ্দিন নামে ওই ব্যাক্তি জানান,তিনি নদীতে মাছ ধরে খান।এদিন মাছ ধরতে গিয়ে জালে এই কচ্ছপ উঠে আসে। তিনি ভেবেছিলেন কচ্ছপ টি বাজারে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু তার জানা ছিল না কচ্ছপ বিক্রি করা অপরাধ। তাই আর বিক্রি না করেই পরিবেশ প্রেমিদের হাতে কচ্ছপ তুলে দেন। তবে এর আগে সে কখনো কচ্ছপ বিক্রি করিনি বলেও জানায়।
পরিবেশ প্রেমির সদস্য রাজা আলি বলেন, নদীতে এই সময় ভাল জল রয়েছে। তাই পাহাড়ের দিক থেকে ভেসে আসতে পারে কচ্ছপ টি। আমরা মালবাজার বন দপ্তরের হাতে তুলে দিয়েছি কচ্ছপটি।