শান্তানু দাস,পুরুলিয়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প "রূপশ্রী" থিমে এবার জেলা সহ রাজ্যবাসীর নজর কাড়তে এগিয়ে এলো পুরুলিয়া জেলার নিতুড়িয়ার সরবড়ি সার্ব্বজনীন দূর্গোৎসব কমিটি। পুরোপুরি বিবাহ বাড়ির মন্ডপের আদলেই এবার তাদের মন্ডপ সেজে উঠছে।যেখানে রুপসীর আদলে আগমন ঘটবে দেবী দূর্গার। মন্ডপ সজ্জায় নজর কাড়বে নারীদের সিঁদুর কৌটো, শাঁখা,পলা,বর-কনের টোপর ও ঝিনুক সহ আরও একাধিক সাজ সরঞ্জামে। এবছর তারা ১৪ বছরে পদার্পণ করল। মুলত বাল্যবিবাহ প্রতিরোধে ও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রীকে আরও একধাপ এগিয়ে দেওয়ার লক্ষ্যেই এবারের এমন থিম বেছে নেওয়া হয়েছে বলে জানান পুজো কমিটির সম্পাদক তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি।