Headlines
Loading...
সাপে কাটা শিশুকে হাসপাতাল নিয়ে না গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ায় মৃত্যু, চাঞ্চল্য

সাপে কাটা শিশুকে হাসপাতাল নিয়ে না গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ায় মৃত্যু, চাঞ্চল্য



ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ আবারও অন্ধ বিশ্বাসের বশবর্তী হয়ে সাপে কাটা এক নয় বছরের শিশুকে হাসপাতালে নিয়ে না গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ায় মৃত্যু হল শিশুটির। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছরিয়েছে পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির শ্রীরামপুর একতা পল্লী এলাকায়। অভিযোগ, ওঝার কাছে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করানোর জন্যই প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ওই ছাত্র অভি সর্দ্দার এর। এই ঘটনায় অভিযুক্ত ওঝার চরম শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। 

স্থানীও ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রে ঘরের মেঝেতে ঘুমাচ্ছিল ওই শিশুটি। বাইরে বারান্দায় শুয়েছিলেন তার বাবা মা। রাত্রি দুটো নাগাদ অভিকে সাপে কামড়ালে তার বাবা নীড়েন সর্দ্দার কয়েকজন প্রতিবেশীর সাহায্য নিয়ে তাকে নদিয়ার মাঝদিয়ায় এক ওঝার কাছে নিয়ে যান। সেখান টোটকা খাওয়ানো থেকে ঝাড়ফুঁক চলে সোমবার সকাল পর্যন্ত। 

রাম সর্দ্দার নামের এক প্রতিবেশীর দাবি, ওঝার বাড়িতেই অভি বমি করতে শুরু করে। সোমবার সকাল সাতটা নাগাদ বাড়ি ফিরে এলে অভির বমি আরো বেড়ে যায়। বেগতিক বুঝে অভিকে নদিয়ার প্রতাপনগর হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেখানে পৌঁছনোর আগে মাঝপথেই অভির মৃত্যু হয়। শেষে আইনি জটিলতা কাটাতে অভির মৃতদেহ প্রতাপনগর না নিয়ে গিয়ে স্থানীয় চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ চাঁদপুর হাসপাতালে পৌঁছে অভির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});