ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ বজরং দল ছাড়ার পর পুরুলিয়া জেলা জুড়ে দলীয় কর্মীদের তৃনমূলে টানার এখন মুল কাণ্ডারি গৌরব সিং। আসন্ন নির্বাচনে জেলায় তৃণমূলে আরও শক্তিবৃদ্ধি করতে এবং বিজেপিকে হারাতে গৌরব সিংয়ের নেতৃত্বে আবারও বজরং দল ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ১৫০ টি পরিবার। এবার যোগদান করলেন আড়ষার বেলডি এলাকা থেকে। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিন নবনিযুক্তদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো। যোগদানকারীরা জানান,"আদর্শ নিয়ে বজরং দল জেলায় গঠন করেছিলাম। কিন্তু বিজেপি ধর্মের নামে যা রাজনীতি শুরু করেছে তা মেনে নেওয়া যায়না, তাই দল ছাড়লাম।"