ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাটের পশ্চিমপাড়া এলাকা। দুজন মহিলা সহ মোট ছয় জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে ফরিদ খান ,তাহেরুল মোল্লা সহ তিন জনের অবস্থা আশংকাজনক। তাদের কামারপুকুর ব্লক গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই আতাউল বাহিনী ফরিদের এলাকায় ধারাল অস্ত্র নিয়ে দাপাদাপি করে। ফরিদ অনুগামীদের ৩টি বাড়িতে ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ বাহিনী এলাকায় হাজির হয়। এই ঘটনার অভিযোগের তির গিয়েছে অপর দাপুটে ২ তৃণমুল নেতা আতাউল হক ও আতাউল দিগার ও তার দলবলের দিকে। মুলত ক্ষমতা দখলের লড়াই কে ঘিরেই এই আক্রমন ফরিদ বাহিনীর ওপর। উল্লেখ্য যে, পঞ্চায়েতের বোর্ড গঠন থেকেই এই দ্বন্দ্ব শুরু হয়। যার জেরে এখনও এই পঞ্চায়েতে উপপ্রধান পদে এখনও কাউকেই নির্বাচিত করা যায়নি। সেই থেকেই এই লড়াই ও দ্বন্দ্ব শুরু। যে দ্বন্দ্ব থামাতে ব্যর্থ দলের ঊর্ধ্বতন নেতৃত্ব৷ যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানান তৃনমুল ব্লক সভাপতি মনোরঞ্জন পাল। তিনি আরো বলেন, যে যত বড় নেতা হোক না কেন অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে।