ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ আসন্ন দুর্গা পুজার আগে ফের বড়সড় অভিযানে বর্ধমান শহর থেকে পুলিশ বাজেয়াপ্ত করল লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি। রীতিমত আগাম প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার এই অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ ও পূর্ব বর্ধমান জেলার সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সুত্রে জানা গেছে, ক্রেতা সেজে এদিন শহরের বেশ কয়েকটি শব্দবাজি বিক্রেতার দোকানে জান খোদ পূর্ব বর্ধমান জেলার সাইবার ক্রাইমের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার স্নেহাংশু চৌধুরী ও তার স্ত্রী। বিক্রেতাদের কাছ থেকে খুব জোরে শব্দ করবে এমন বাজি তাদের দেখানোর জন্য দোকানিকে বলেন তারা। আর এরপরই নিজেদের পরিচয় জানিয়ে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করার দায়ে ওই ব্যাবসায়িকে গ্রেফাতার করা হয়। পাশাপাশি একই অভিযোগে আরও দুই ব্যাবসায়িকে গ্রেফতার করে পুলিশ।
মূলত বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে এই অভিযান চালান হয় বলে পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামি কালি পুজা পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে অভিযানের পরই বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত দোকান গুলি বন্ধ করে দেয়। তিনজন বিক্রেতাকে গ্রেফতার করা হয়।