ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ সামনেই লোকসভা ভোট। আসন্ন ভোটে বাংলাকে এবার আলাদাভাবেই নজরে রাখছে বিজেপি। বিশেষত অসমে এনআরসি-র পর বাংলায় ঢুকতে মরিয়া এবার গেরুয়া শিবির। বাংলাকে 'কবজা' করতে এখন কোনও রাস্তাই যেন বাদ দিতে প্রস্তুত নয় পদ্ম বাহিনী।আর সেইমতো এগোতেই এবার বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল আজাদ হিন্দ ফৌজের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। স্বাধীনতার পর এই প্রথম বিজেপি-র উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল দিনটি। একই সঙ্গে পালিত হল পুরুলিয়া জেলার লালপুর, তুলিন,ঝালদা জয়পুর, জার্গো ও বাঘমুন্ডিতেও। "সুভাষচন্দ্র বসুকে উপযুক্ত মৰ্যাদা দিতে এবং স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরতেই তাদের এই দিনটি উদযাপন" বলে জানায় বিজেপির জেলা নেতৃত্ব। তারা আরও জানান,"এই দিনটি যদি মানা হতো তাহলে আমরা আরও চার বছর পূর্বেই স্বাধীনতা লাভ করতাম ও দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাই এই দিনটিকে এবার থেকে স্বীকার করতেই হবে।"
এদিন এই বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের সঙ্গে সঙ্গে হুড়া মন্ডলের -এর লালপুর কার্যালয়ে হুড়ার মাগুড়িয়া গ্রামের যুব তৃনমুল কংগ্রেসের অঞ্চল পদাধিকারী টিঙ্কু মাহাতো সহ ২১ টি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। যদিও লালপুর মাগুড়িয়া অঞ্চলের রাহেডি মাগুড়িয়া সংসদ তৃনমূলের বুথ সভাপতি পরিমল মাহাতো জানান, ''টিঙ্কু মাহাতো ছাড়া আমার বুথের আর একজনও বিজেপিতে যোগদান করেনি। তাছাড়া টিঙ্কু মাহাতো তো ভোটের আগের থেকেই আমাদের দল বিরোধী কাজ করেছেন। এখন আবার যোগদানের নতুন নাটক কেন?''