শান্তানু দাস,পুরুলিয়াঃ পুরুলিয়া জেলার হুড়া ব্লকের জবড়রা অঞ্চলের ডুমকাডি গ্রামে এবার থাবা বসাল অজানা জ্বর।ইতিমধ্যেই যে অজানা জ্বরের প্রকোপে পড়ে আক্রান্ত গ্রামের প্রায় ৫০ জন মহিলা-পুরুষ।আক্রান্তরা জানান, প্রথমে জ্বর আসছে।তারপর থেকে শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।সঙ্গে শুরু হচ্ছে বমি ও পায়খানা।এমন খবর এসে পৌঁছায় হুড়া পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সভাপতি প্রসেনজিত মাহাতোর কানে।তিনি সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগের বিশেষ প্রতিনিধি দল সহ হুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে ছুটে যান ঐ গ্রামে।
আক্রান্তদের অবস্থা বুঝে তৎক্ষনাৎ কিছু আক্রান্তদের স্থানীয় হুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করানো হয়।অপরদিকে স্বাস্থ্য বিভাগের বিশেষ প্রতিনিধি দলের পরীক্ষা নিরীক্ষার সঙ্গে গ্রামে বসানো হয় মেডিক্যাল ক্যাম্প।একিসঙ্গে আক্রান্ত পুরো ডুমকাডি গ্রামের পরিবারদের বাড়িতে বাড়িতে মেডিক্যাল টিম সঙ্গে নিয়ে সভাপতি পরির্দশনের পাশাপাশি জ্বরে আক্রান্ত সকল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং সমস্ত রকম সহযোগিতার জন্য পাশে থাকার আশ্বাস দেন।আক্রান্ত পরিবারদের হাতে সভাপতি তুলে দেন জলের বোতল সহ মিষ্টি ও ফল।
সভাপতি বলেন আতঙ্ক বা ভয়ের কোনও কারন নেই, আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে সরকারি চিকিৎসা ও পরিষেবা সম্পূর্ণ রুপে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন,জ্বরে আক্রান্ত এই ডুমকাডি এলাকায় পরিবেশ দূষণ রোধে ও এই অজানা জ্বরের প্রতিরোধে মেডিক্যাল ক্যাম্প সহ মশারি বিতরন ও ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে জঙ্গল পরিস্কার সহ আরও একাধিক কর্মসূচি গ্রহন করা হয়েছে।