Headlines
Loading...
রোগী নিয়ে যাওয়ার সময় হাসপাতালের ভিতরেই  এ্যাম্বুলেন্সে আগুন,গাড়ি আর রোগী ফেলে পালাল চালক

রোগী নিয়ে যাওয়ার সময় হাসপাতালের ভিতরেই এ্যাম্বুলেন্সে আগুন,গাড়ি আর রোগী ফেলে পালাল চালক


পিয়ালী দাস, বীরভূমঃ হাসপাতালে মধ্যেই রোগী নিয়ে যাওয়ার সময় আগুন ধরে গেল এ্যাম্বুলেন্সে। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল সিউড়ি সদর হাসপাতাল চত্বরে। জানা গেছে, সিটিস্ক্যান করিয়ে দুজন রোগীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনি আউটডোরের সামনে হঠাৎ প্রচন্ড ধোঁয়া বেরোতে থাকে অ্যাম্বুলেন্স থেকে। এ্যাম্বুলেন্সে থাকা রোগীরা ভয়ে আর্তনাদ করতে থাকে। এদিকে ধোঁয়া বের হতে দেখে সেই সময় গাড়ির চালক অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়দের এবং দমকল বাহিনীর চেষ্টায় রোগীদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয়দের মত, শর্ট সার্কিট থেকেই এমন বিপত্তি হয়েছে। যদিও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের দাবি কোনো শর্ট-সার্কিট নয়, গাড়ির ইঞ্জিনের গণ্ডগোল এর জন্যই এমন ধোঁয়া মাঝে মাঝেই গাড়ি থেকে বের হয়। হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের প্রশ্ন, ঘটনাটা হাসপাতালের ভেতর হয়েছে, যদি বাইরে কোথাও হত তখন কোথা থেকে আসতো স্থানীয়রা বা দমকল বাহিনী? এম্বুলেন্সের ভেতর ছিল না অগ্নিনির্বাপক যন্ত্র। যদিও এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে এম্বুলেন্স এর মালিক। এম্বুলেন্সের মালিক স্বপন কোনার অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালান বলে অভিযোগ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});