ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন বর্ধমান শহরের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার মহঃআলি। আর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় সমাজসেবী নুরুল আলম জানিয়েছেন, সোমবার বাজেপ্রতাপপুর চারখাম্বা এলাকার কিছু যুবক দেখতে পায় এক ব্যাক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পরে আছেন। এরপর খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলারকে। কাউন্সিলার মহঃআলি ঘটনাস্থলে এসে প্রথমে ওই ব্যাক্তিকে শিবতলায় নিয়ে গিয়ে প্রাথমিক শুস্রসা করেন।তার মুখে ও মাথায় আঘাত দেখা যায়। এরপর ওই ব্যাক্তির শারীরিক অবস্থা দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, শহরের এই একই এলাকায় সম্প্রতি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারপর ফের দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে উদ্ধারের ঘটনায় আলোড়ন পরেছে এলাকায়।